সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে জা: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক 551 0
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে জা: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,কুমিল্লা-৭
(চান্দিনা) আসনের সংসদ সদস্য, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য
প্রফেসর ড. মো.মশিউর রহমান।
আজ শুক্রবার (৩০ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন,‘অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন সৎ,দক্ষ,অভিজ্ঞ ও
আদর্শবান রাজনীতিক। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। দেশ ও মানুষের সেবায় তাঁর অবদান জাতি চিরকাল
কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
শোকবার্তায় উপাচার্য প্রবীণ এই রাজনীতিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানান ।